‘বিজ্ঞানসম্মত চিকিৎসায় যেকোনো আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব’

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। গত ৩১ জুলাই ২০২২ অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা.ফারজানা রহমান। উক্ত পরামর্শ সভায় আসা নানা প্রশ্ন ও উত্তরের আলোকে লিখেছেন মাহবুবা সুলতানা। আজকে থাকছে পর্ব-৯২।

মোবাইল আসক্তি, প্রতিকী ছবি।
সংগৃহিত।

সন্তানকে মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে ডা. ফারজানা রহমান বলেন, 'প্রথমেই বাবা-মায়ের সঙ্গে সন্তানের বন্ধনটা দৃঢ় করতে হবে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সন্তানকে যুক্ত করতে হবে। যেমন গান, নাচ বা আবৃত্তি শেখা, ছবি আঁকা, বইপড়া কর্মসূচিতে যুক্ত করা, সাঁতার বা মার্শাল আর্ট শেখানো। সবচেয়ে বড় কথা সন্তানের মধ্যে একটি মানবিক মূল্যবোধ তৈরি করে দিতে হবে। এটা ঠিক যে ,এটি একটি কঠিন কাজ কিন্তু অসম্ভব নয়। পাশাপাশি বাবা-মাকে এটাও দেখতে হবে, মোবাইল ব্যবহারের পেছনে সন্তানের মন খারাপ, দুশ্চিন্তা, একাকিত্বসহ অন্য কোনো সমস্যা আছে কিনা। বিষয়টা এমন কিনা যে, সন্তান আর কোথাও তাঁর কথা ভাগাভাগি করার সুযোগ পাচ্ছে না বলেই মোবাইল ব্যবহার করছে। মাদক এবং মোবাইল দুই আসক্তি মুক্তির চিকিৎসায় মূলত রোগীদের আত্মবিশ্বাসী করে তোলার চেষ্টা করা হয় যে, তারা ইচ্ছে করলেই মোবাইল বা মাদক যেকোনো আসক্তি থেকে দূরে থাকতে পারে। সম্পূর্ণ সুস্থ হতে পারে।’

বাবা-মায়েদের আশ্বস্ত করে ডা. ফারজানা বলেন, ‘বাবা-মায়েদের ভয় পাওয়ার কোন কারণ নেই। বিজ্ঞানসম্মত চিকিৎসায় যেকোনো আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। চিকিৎসা বিষয়ে তিনি জানান বাংলাদেশের সকল সরকারি হাসপাতালে স্বল্পমূল্যে মাদকাসক্তি সহ যেকোনো মানসিক রোগের চিকিৎসা করানো হয়ে থাকে।’