মাদকাসক্তি ও প্রযুক্তিতে আসক্তি—দুটোই এক

প্রথম আলো ট্রাস্টের আয়োজনে ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৩ মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা (১৬৬তম) অনুষ্ঠিত হয়। সভায় আগত সেবাপ্রার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফারজানা রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সরদার আতিক নানা প্রশ্নের উত্তর দেন। এ সব প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব- ২১৪।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফারজানা রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সরদার আতিক নানা প্রশ্নের উত্তর দেন।

প্রশ্ন: মাদকাসক্তি ও প্রযুক্তি আসক্তির মধ্যে সম্পর্ক কী?

উত্তর: জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফারজানা রহমান বলেন, ‘মাদকাসক্তি এবং যেকোনো প্রযুক্তিতে কিংবা যন্ত্রে আসক্তি—দুটোই এক। এগুলো মানুষকে একটি কাল্পনিক জগতে নিয়ে যায়। তখন মানুষ অনেক গুরুত্বপূর্ণ কিছু থেকে দূরে সরে যায়।’