‘ধূমপানে অ্যালভিউলাস নষ্ট হয়’

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ০৮ আগস্ট ২০২২ তারিখ চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী সভায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জানতে চায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক পঞ্চানন আচার্য ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক এ এস এম রিদোয়ান শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন। এ সব প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব- ১০৫

প্রশ্ন: মানুষের দেহে কতটি অ্যালভিউলাস থাকে? প্রতিবার ধূমপায়ী কয়টি ধ্বংস হয়? কয়টি অ্যালভিউলাস ধ্বংস হয়ে গেলে মানুষ মারা যায়?

উত্তর: মানুষের প্রায় ৩০ থেকে ৭০ কোটি অ্যালভিউলাস থাকে। প্রতিবার ধূমপানে কতটি অ্যালভিউলাস নষ্ট হয় এমন কোন গবেষণা নেই। কিন্তু অ্যালভিউলাস নষ্ট হয় এটা নিশ্চিত। কারণ ধূমপানের ফলে সিওপিডি এর মত রোগ হয়। কতটি অ্যালভিউলাস নষ্ট হলে মৃত্যু হবে এভাবেও বলা কঠিন। কিন্তু মৃত্যুর আগেই বিভিন্ন দুরারোগ্য রোগে অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হয়।