প্রশ্ন: আমার সন্তান মাদকাসক্ত ছিল, এখন ভালো হয়েছে। সে বাইরে গেলে ভয় পাই, এ ক্ষেত্রে করণীয় কি?
উত্তর: মনোরোগ চিকিৎসক বলেন, ‘ভয় পাওয়ার কারণ হলো, আপনি মাদকের ভয়াবহতা সম্পর্কে জানেন। আপনার সন্তান মাদকাসক্ত ছিল। তখন হয়তো আপনি তার অনেক অমানবিক আচরণ দেখেছেন। অনেক সময় ও চেষ্টার পর হয়তো আপনার সন্তান ভালো হয়েছে। এ জন্য সে বইরে গেলে আপনার মধ্যে আতঙ্ক কাজ করে। আবার হয়তো মাদক গ্রহণ করতে পারে। আবার সন্তানের রূঢ় আচরণ শুরু হতে পারে। তা ছাড়া একবার মাদকাসক্ত হলে আবার মাদক গ্রহণের ঝুঁকি থেকে যায়। এসব ভাবনা আপনার মধ্যে দুশ্চিন্তা তৈরি করে। এটা আপনার মধ্যে একধরনের মানসিক সমস্যা তৈরি করছে। আপনি মানসিক চিকিৎসকের সাহায্য নিতে পারেন। কিছু ওষুধ খেলে ও পরামর্শ নিলে ঠিক হয়ে যাবে।’