প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী সভায় পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান। বাচ্চাদের স্কুলে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব’এই বিষয়ের ওপর আলোচনা করেন তিনি। ২২ নভেম্বর ২০২২ অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।
সন্তান কোনো না কোনো আসক্তিতে (মাদক, মোবাইল, ইন্টারনেট) জড়িয়ে পড়লে, অভিভাবক হিসেবে কি করবেন? এর উত্তরে ফাতিমা মারিয়া খান বলেন, ’কৈশোরে আসক্তির নানা অনুষঙ্গ থাকে। সাধারণত স্কুলের বাচ্চারা তাদের বন্ধুদের ফলো করে। এটাকে বলা হয় পিআর প্রেশার। এমন সময় ইন্টারনেট আসক্তি, জুয়া খেলা, সেক্সুয়াল আসক্তিসহ মাদকের মতো ভয়াবহ আসক্তিতে জড়িয়ে পড়তে পারে। এই সব আসক্তি হলে স্ক্রিনিং করতে হবে। স্কুলে যদি সাইকিয়াট্রিক স্ক্রিনিং করা হয় তাহলে স্কুলে ধরা পড়বে। উন্নত দেশে প্রত্যেক স্কুলে অন্তত একজন করে সাইকিয়াট্রিস্ট থাকেন। তারা কাউন্সেলররে কাছে পরামর্শের জন্য পাঠাতে পারেন। আমাদের এখানেও এ রকম ব্যবস্থা হলে ভালো হয়।’