‘শিক্ষকদের দায়িত্ব হলো, শিক্ষার্থীর মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে বিকশিত করা’

কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের একাংশ।

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। গত ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এডাস্ট) কর্মশালাটি আয়োজন করা হয়। ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ কর্মশালাটির আয়োজন করে। সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফারজানা রহমান ও মেডিকেল কলেজ ফর উইমেনের সহযোগী অধ্যাপক চিরঞ্জীব বিশ্বাস।

বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য জাহাঙ্গীর আলম। একজন মানুষ কীভাবে মনের যত্ন নেবেন, মাদক অথবা ইন্টারনেটের ওপর আসক্তি কীভাবে দূর করা যায়, সুন্দর ও সুস্থ জীবনের গুরুত্ব, বেঁচে থাকার আনন্দের মতো অনেক বিষয় নিয়ে আলোচনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফারজানা রহমান।

উপাচার্য জাহাঙ্গীর আলম বলেন, ‘সবার মধ্যে লুকিয়ে আছে অমিত সম্ভাবনা। শিক্ষকদের দায়িত্ব হলো, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে লুকিয়ে থাকা এসব প্রতিভা বিকশিত করার কাজে সহযোগিতা করা।’