‘অভিভাবকদের আচরণে ত্রুটি থাকলে, তা সংশোধন করতে হবে’

প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভায় (বাঁ থেকে) ডা. ফারজানা রহমান, ডা. মোহিত কামাল, ডা. সরদার আতিক ও ডা. রাহেনুল ইসলাম। গত ২০ মে ২০২৩ রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে।

গত ২০ মে ২০২৩ শনিবার প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের নিয়মিত কার্যক্রম মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ট্রাস্ট আয়োজিত ১৬৮তম সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানসিক স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্নে উত্তর দেন বিজ্ঞ আলোচকেরা।

পরামর্শ সভায় অংশ নিয়ে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের আবাসিক মনোবিদ ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘মা–বাবা কাজের লোকের সঙ্গে কীভাবে কথা বলছেন, কীভাবে বিরক্তি বা রাগ প্রকাশ করছেন, তা দেখে দেখে কিন্তু সন্তানেরা শিখে থাকে। তাই অভিভাবকদের আচরণে ত্রুটি থাকলে, তা সংশোধন করতে হবে। অভিভাবকদের ত্রুটিপূর্ণ আচরণ সন্তানদের মানসিক গঠনে বহুগুণে নেতিবাচক প্রভাব ফেলে, যা একসময় সন্তানেরা অভিভাবকদের ওপর প্রয়োগ করবে।’