মাদকমুক্ত করতে চিকিৎসার পাশাপাশি পরিবারের সদস্যদের সহযোগিতা দরকার

প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে (বাঁ থেকে) ডা. এস এম আতিকুর রহমান, ডা. ফারজানা রহমান, ডা. মো. জোবায়ের মিয়া, ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, ডা. আহমেদ হেলাল, ডা. ফাতেমা মারিয়া খান ও ডা. মো. রাহেনুল ইসলাম।
রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২২ অক্টোবর  ২০২২, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন বিভিন্ন হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসকেরা।

সভায় আগতরা মাদক থেকে ‍মুক্তির উপায় জানতে চান। নিজেকে কীভাবে ভালো রাখবেন সেটা জানতে জান। এ প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাহিদ মাহজাবিন মোর্শেদ বলেন, ‘নিজে কীভাবে ভালো থাকব এবং অন্যদের কীভাবে ভালো রাখব, সেই ভাবনা থাকলে ভালো থাকা সম্ভব। একজন ব্যক্তিকে মাদকমুক্ত করতে পরিবারের সদস্যদের বড় ভূমিকা রয়েছে। চিকিৎসার পাশাপাশি পরিবারের সদস্যদের সহযোগিতা ছাড়া মাদকমুক্ত করা কঠিন।’