মাদকাসক্তকে দোষারোপ না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহিত কামাল সভায় উপস্থিত থেকে পরামর্শ দেন।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৯ নভেম্বর ২০২২, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন বিভিন্ন হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসকেরা।

‘নোয়াখালীর চাটখিল থেকে এসেছি। অধ্যাপক ডা. মোহিত কামালকে বিনা মূল্যে সিরিয়াল ছাড়া দেখাতে পারব এ অনুষ্ঠানে। আমার ছেলে ইয়াবা খায়। দিনে ঘুমায়, প্রায় সারা রাত জেগে থাকে।’ কথাগুলো এক বাবার।গত ২৯ নভেম্বর ২০২২ মঙ্গলবার প্রথম আলো ট্রাস্টের ১৬৪তম মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় অংশ নেন ওই বাবা। চিকিৎসকেরা পরামর্শ দেন, ওই তরুণের পরিপূর্ণ চিকিৎসা দরকার।

সভায় মনোরোগ বিশেষজ্ঞরা বলেন, ‘যেকোনো মানসিক রোগ শারীরিক রোগের মতো। পরিবারের কেউ আসক্ত হলে মা-বাবা তার সঙ্গে খারাপ আচরণ করে। তাকে দোষারোপ করে। তা না করে প্রিয়জনের সঙ্গে মিশে যেতে হবে, তাদের দোষ ধরা যাবে না।’