নিকোটিন রোগের ঝুঁকি বাড়ায়

‘মাদক বিষয়ে সচেতন হই’ অনুষ্ঠানে মাদককে হাত তুলে ‘না’ বলেন অতিথি ও শিক্ষার্থীরা।
ছবি: জুয়েল শীল

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ০৮ আগস্ট ২০২২ তারিখ চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী সভায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জানতে চায়।

এক প্রশ্নের উত্তরে পঞ্চানন আচার্য বলেন, নিকোটিন রোগের ঝুঁকি বাড়ায়; এটি সরাসরি কারণ নয়। এ ঝুঁকি কারও জন্য ২০ শতাংশ, আবার কারও জন্য ১০০ শতাংশ। শুধু সিগারেট নয়, গাঁজা, অ্যালকোহল ইত্যাদি মাদকের ফলে ক্যানসারের ঝুঁকি তৈরি হয়। এসব মাদক শরীরে প্রবেশ করে রোগ প্রতিরোধক্ষমতা কমিয়ে দেয়।

অনুষ্ঠান শেষে ‘আসুন, মাদক বিষয়ে সচেতন হই’ অনুষ্ঠানে মাদককে হাত তুলে ‘না’ বলেন অতিথি ও শিক্ষার্থীরা।