‘সিগারেট যারা খায়, তাদের কাছে যাব না’

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ২৬ জানুয়ারি ২০২১ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। অনলাইন এই আয়োজনে মাদকবিরোধী পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল। সভার আলোকে আজকে থাকছে প্রশ্ন ও উত্তর পর্ব-১৮৯।

সভায় মাদকবিরোধী পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল।

প্রশ্ন: সম্প্রতি সিগারেট ছেড়েছি? সিগারেট থেকে কীভাবে মুক্ত থাকব ?

উত্তর: সিগারেট  ছেড়েছেন এ জন্য ধন্যবাদ। ঘুম থেকে ওঠে  পানি খান, প্রার্থনা করতে পারেন, ব্যায়াম করতে পারেন । নিজেকে বোঝান আমি ভালো আছি। নিজেকে রিওয়ার্ড দিতে হবে। নিজের ভালো কাজকে প্রশংসা করতে হবে। নিজের দক্ষতাকে শাণিত করতে হবে। ধরা যাক একজন ছাত্র সিগারেট  ছেড়েছে এখন সে কী করবে । গানের চর্চা করতে পার, লেখালেখি করতে পার, প্রিয় বই পড়তে পার, এসব করলে নিজের ভেতরে মোটিভেশন আসবে। আমিও পারব। আশাবাদী হতে হবে। খারাপ সঙ্গে যাব না । সিগারেট যারা খায়, তাদের কাছে যাব না । টিফিনের সময় যারা ধূমপান করে তাদের সামনে পড়ব না। না বলা টা শিখতে হবে। একজন লেখকের উদাহরণ টেনে বলেন ২৬ বছর তিনি সিগারেট ছেড়েছেন। ওই লেখকের বন্ধু শুধু বলেছিল সিগারেট খেলে বন্ধুত্ব থাকবে না।