প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী সভায় পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান। ‘বাচ্চাদের স্কুলে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব’ এই বিষয়ের ওপর আলোচনা করেন তিনি। ২২ নভেম্বর ২০২২ অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।
সভায় মনোচিকিৎসক বলেন, ‘সাধারনত তিন বছর থেকে বাচ্চারা স্কুলে ভর্তি হয়। কারও কারও জন্য স্কুলে ভর্তি হওয়া, পড়াশোনাটা চাপ হয়ে যায়। এই কারণে শিশুদের মানসিক সমস্যা হতে পারে। অনেক সময় খিঁচুনি দেখা যায়। শিশু কথাবার্তা কমিয়ে দেয় অথবা শিশু কথাবার্তা বন্ধ করে দেয়। অভিভাবকের কথা শুনে না। আচরণগত সমস্যা হয় দেখা দেয়।’
তিনি আরও বলেন, ‘বাচ্চারা যখন প্রথম প্রথম স্কুলে যায় তখন অনেকের সোমাটিক সিম্পটম ডিসঅর্ডারের কারণে মাথা ব্যথা, পেট ব্যথা হয়। ফলে বাচ্চারা স্কুলে যেতে চায় না। আবার অনেক সময় দেখা যায় সাইকিয়াট্রিক ডিসঅর্ডারও হতে পারে। তাই অভিভাবক ও স্কুলের শিক্ষকদের সচেতন থাকতে হবে। প্রয়োজনে চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে।’