আসুন মাদকমুক্ত থাকি
সন্তানদের কার্যকর সময় দিতে হবে
দীর্ঘদিন মাদকবিরোধী নানা কর্মসূচি, মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের পরামর্শ ও পর্যবেক্ষণ অনুসরণে লিখেছেন আশফাকুজ্জামান।
সন্তানদের সময় দিতে হবে। কেবল সময় দিলে হবে না। তাদের কার্যকর সময় দিতে হবে। অনেকে একসঙ্গে সময় কাটানোকে সময় দেওয়া মনে করেন। কেবল একসঙ্গে থাকলেই হবে না। তাদের সঙ্গে বিভিন্ন প্রকার গল্প করতে হবে। তাদের নিয়ে বিভিন্ন বিনোদনমূলক জায়গায় ঘুরতে যেতে হবে। তাদের চাওয়া-পাওয়াকে যতদূর সম্ভব গুরুত্ব দিতে হবে। সন্তানেরা যেন মা-বাবাকে বন্ধু ভাবতে পারে। ঘর থেকে বের হলেই সন্তানদের খারাপ পথে যাওয়া ঝুঁকি থাকে। তাই তাদের কার্যকর সময় দিলে এসব সন্তানের খারাপ হওয়ার ভয় থাকে না। কয়জন বাবা মা মনে করতে পারেন শেষ কবে সন্তানদের নিয়ে সিনেমা দেখতে বেরিয়েছেন, স্টেডিয়ামে খেলা দেখেছেন, গান, আবৃত্তি শুনেছেন, দূরে কোথাও বেড়াতে বেরিয়েছেন? এসবের মধ্য দিয়ে তাদের কার্যকর সময় দিতে হবে।