প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। এ কার্যক্রমের আওতায় ২০২২ সালের ২০ অক্টোবর রাজশাহী কলেজিয়েট স্কুলের মিলনায়তনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ দেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক তানজির আহম্মদ ও বরেন্দ্র মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল আলম। উক্ত পরামর্শ সভা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী দ্বীপায়ন সরকার প্রশ্ন করে জানতে চায় যে, পরীক্ষা যদি কোনো কারণে খারাপ হয় তখন একমাত্র চিন্তা শুরু হয়, মা–বাবা কী বলবে। এই টেনশন থেকে মুক্তির উপায় কী?
এক্ষেত্রে পরামর্শকেরা বলেন, ‘প্রথমত, সব পরীক্ষা সব সময়ই ভালো হবে, এমনটা কথা নেই। অভিভাবকদেরও এটা বুঝতে হবে। দ্বিতীয়ত, যদি খারাপ হয়ে যায়, তাহলে মা–বাবাকে কারণটা বুঝিয়ে বলতে হবে, পরেরটা আর খারাপ হবে না। সচেতনতা সৃষ্টি হলে এ ধরনের বকাঝকা কমে যাবে। আগেই ভয়ে অস্থির হওয়ার দরকার নেই। একান্তই তা সম্ভব না হলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।’