প্রশ্ন ও উত্তর পর্ব-১৩৩
‘তদারকির অভাব থাকলে সেই সন্তান মাদকে পা দিতে পারে’
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৯ সেপ্টেম্বর ২০২২, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান নানা প্রশ্নের উত্তর দেন। এ সব প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১৩৩।
প্রশ্ন : কিশোরেরা কেন মাদক নেয়?
উত্তর: এখন অনলাইনে মাদক বাসায় পৌঁছে দেওয়ার সার্ভিস রয়েছে। কিছু গ্রুপ রয়েছে, কিশোর গ্যাং। কিশোর কিশোরীরা পার্টি করে, টিকটক করে, নিজেকে হিরো ভাবতে শুরু করে। অভিভাবকের তদারকির অভাব থাকলে অর্থাৎ বাবা-মা চাকরির কারণে বাসায় থাকেন না। সন্তানকে পর্যাপ্ত সময় দেন না।
অভিভাবকের তদারকির অভাব থাকলে সেই সন্তান মাদকে পা দিতে পারে। কিশোরদের বিভিন্ন মানসিক সমস্যা থাকলে যেমন মিথ্যা কথা বলে, চুরি করে, মেয়েদের ইভটিজিং করে। এ ক্ষেত্রে বাবা-মাকে সন্তানের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে। খোঁজ-খবর রাখতে হবে।