‘মাদকাসক্তি একটি ব্রেনের ডিজিজ’

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলেছে অনলাইনে। গত ৩০ মার্চ ২০২১ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা প্রদান সভা অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মেখলা সরকার। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকলে পর্ব-২০৮।

সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মেখলা সরকার।

প্রশ্ন: দীর্ঘদিনের মাদকাসক্তি থেকে ফিরে আসতে হলে করণীয় কী?

উত্তর: আসক্তি কোন পর্যায়ে আছে তা আগে জানতে হবে। প্রাথমিক পর্যায়ে নাকি গুরুতর পর্যায়ে। তার ওপর নির্ভর করবে চিকিৎসা পদ্ধতি। কারও মৃদু আসক্তি থাকলে ব্যক্তি তাতে আনন্দ পায়। মাদক যে তাকে শারীরিক-মানসিক  ক্ষতি করছে তা তিনি বুঝতে পারেন না। মাদকাসক্তি একটি ব্রেনের ডিজিজ। খুব কম ক্ষেত্রেই গুরুতর পর্যায়ে থাকলে একা একা মাদকাসক্তি থেকে ফেরা যায় না। এ ক্ষেত্রে দরকার হয় পরিবারের সাহায্য। মাদক গ্রহণের ব্রেনের নিউরোকেমিক্যাল পরিবর্তন হয়। ব্যক্তি  না চাইলেও ব্রেন তা চায়।  তাই ব্যক্তিকে চিকিৎসার জন্য আসতে হয় । কেউ যদি নিজে থেকে মাদক থেকে ফিরে আসতে চান তাহলে তিনি প্রথম ধাপ সম্পন্ন করলেন । আর এ ক্ষেত্রে পরিবারের সহায়তা প্রয়োজন হয়। চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য রাজধানীর শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও তেজগাঁওয়ের কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে নাম মাত্র মূল্যে চিকিৎসা সেবা নেওয়া যায়।