‘আত্মমর্যাদাশীল সন্তানের পক্ষে মাদক থেকে দূরে থাকা সহজ হয়’

মাদকবিরোধী পরামর্শ সভায় রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা দুই হাত তুলে ‘মাদক কে না’ বলার শপথ নেনে।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। রাজশাহী কলেজিয়েট স্কুলের মিলনায়তনে গত ২০ অক্টোবর ২০২২ তারিখে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ দেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক তানজির আহম্মদ ও বরেন্দ্র মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল আলম। পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।

পরামর্শ সভায় অংশ নিয়ে বরেন্দ্র মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক  ডা. শহিদুল আলম বলেন, ‘পরিবার থেকেই প্রথমত আমাদেরকে মাদককে না বলার শিক্ষা গ্রহণ করতে হবে। মাদক ভয়াবহ ক্ষতি করে৷ মাদক প্রতিরোধে মা–বাবার গুরুত্বপূ্র্ণ ভূমিকা রয়েছে। সন্তানকে  তার ভালো কাজের প্রশংসা করুন৷ তার সঙ্গে সৎ থাকুন৷ সন্তানের জন্য আনন্দময় পরিবেশ নিশ্চিত করুন। তার নিরাপত্তাবোধ সুরক্ষা করুন। মনে রাখবেন, আত্মবিশ্বাসী ও আত্মমর্যাদাশীল সন্তানের পক্ষে মাদক থেকে  দূরে থাকা সহজ হয়।’