প্রশ্ন ও উত্তর পর্ব-১২১
‘মনোবল শক্ত থাকতে হবে’
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান আর কে এস রয়েল ও চিকিৎসা কর্মকর্তা রেজওয়ানা হাবীবা এবং নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান মো. আব্দুল্লাহ ছায়ীদ। উক্ত পরামর্শ সভায় আসা নানা প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১২১।
প্রশ্ন: সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের প্রেম হয়, অনেক সময় বিচ্ছেদও হয়। তখন প্রেমে ব্যর্থ হয়ে অনেকে মাদকে জড়িয়ে পড়ে। এ ক্ষেত্রে কি করা উচিত?
উত্তর: চিকিৎসা কর্মকর্তা রেজওয়ানা হাবীবা বলেন, ‘একজন শিক্ষার্থী প্রেমে পড়তেই পারেন। যেকোনো কারণে বিচ্ছেদও আসতে পারে। কিন্তু এর ফলে মাদকে জড়াতে হবে, এটা একেবারেই ঠিক নয়। এ সময়ে অন্য ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে। ’
চিকিৎসক মো. আব্দুল্লাহ ছায়ীদ বলেন, মাদক থেকে দূরে থাকতে হলে মনোবল শক্ত থাকতে হবে। মাদক মানুষের চিন্তা, আবেগ, অনুভূতি ও আচরণে নেতিবাচক প্রভাব ফেলে।’