‘অভিভাবকত্ব একটি দায়িত্ব এটি আমাদের মনে রাখতে হবে’

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৮ এপ্রিল ২০২৪, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন (১৭১ তম) মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান সহনশীল প্যারেন্টিং কী ও কেমন? এই বিষয়ের উপর আলোচনা করেন।

বর্তমান সময়ের প্রেক্ষাপট বিশ্লেষণ করে ডা. ফারজানা রহমান বলেন বর্তমান যুগটা কিন্তু প্রযুক্তির যুগ। এখনকার সন্তানরা অনেক বেশি আবেগপ্রবণ, যুক্তিনির্ভর, স্পর্শকাতর। এই সময়ে যে কোন ধরনের অনন্দ–বেদনার অনুভূতি প্রযুক্তির কারনে মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সহনশীল প্যারেন্টিংয়ের ক্ষেত্রে বাবা–মায়েরা সন্তানের কথা মনোযোগ দিয়ে শোনে, সন্তানের সঙ্গে সহনশীল আচরণ করে এগুলো কিন্তু ভালো দিক। অভিভাবকত্ব একটি দায়িত্ব এটি আমাদের মনে রাখতে হবে। সহনশীল প্যারেন্টিং ভালো কিন্তু অতিমাত্রায় সহনশীল প্যারেন্টিং সন্তানের জন্য ভালো ফল বয়ে আনবে না।