‘না বলতে হলে আত্মবিশ্বাসী হতে হবে’

প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহিত কামাল।

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ৩০ আগস্ট ২০২২ তারিখেে আয়োজিত পরামর্শ সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহিত কামাল বলেন, ‘শিশুর বেড়ে ওঠার সময় থেকেই অভিভাবকের ভূমিকা থাকে । শিশু যাতে আত্মবিশ্বাসের সাথে বেড়ে ওঠে সেটা দেখতে হবে। আজকে আমরা প্যারেন্টিং নিয়ে কথা বলব। আগে ‘মাদককে না বলো’ বিভিন্ন অনুষ্ঠানে আমরা শপথ করাতাম। শিশুর এই ‘না’ বলা টা  হুট করে আসে না। ‘না’ বলতে হলে আত্মবিশ্বাসী হতে হবে।  দক্ষতা দরকার। আশাবাদী মন হতে হবে। ব্যক্তিগত দক্ষতা, পড়াশোনা, খেলাধুলা শিশুর আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয়। শিশুকালে সন্তান ঠিকভাবে বেড়ে উঠলে ওই  না বলাটাও শেখে। শিশুর ব্যক্তিত্ব বেড়ে ওঠে।’