পরামর্শ সভা
সন্তানদের বন্ধু হতে পারলে একজন শিশুর পক্ষে একটি ভালো শৈশব পাওয়া সহজ হয়
প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান এ বিষয়ের ওপর আলোচনা করেন।
পরামর্শ সভায় ডা. ফারজানা রহমান বলেন, সন্তানকে একটি ভালো শৈশব উপহার দেওয়া মা–বাবার দায়িত্বের মধ্যে পড়ে। তাঁরা যদি সন্তানদের বন্ধু হতে পারেন, তাহলে একজন শিশুর পক্ষে একটি ভালো শৈশব পাওয়া সহজ হয়। ভালো ফলাফলের চেয়ে সন্তানের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা গুরুত্বপূর্ণ। সন্তানের সঙ্গে মা-বাবার বন্ধুর মতো সম্পর্ক হলে প্রাতিষ্ঠানিক ফলও তাদের ভালো হবে।
সন্তানরা জীবন চলার পথে ভুল করতেই পারে উল্লেখ করে ডা. ফারজানা বলেন, সন্তান ভুল করলে দূরে ঠেলে দেওয়া যাবে না। তাকে আশ্বস্ত করতে হবে তার পাশে মা–বাবা রয়েছে। কঠিন শাস্তি দিয়ে কখনোই সমস্যার সমাধান হবে না। সন্তানের নেতিবাচক আচরণ শুধরে দেওয়ার চেষ্টা করুন। আপনার উদ্বেগের কারণটা খুলে বলুন। এ প্রজন্মের ছেলেমেয়েরা সংবেদনশীল, তাই সন্তানকে তির্যক সমালোচনা করবেন না। এর ফলে আপনার সঙ্গে সন্তানের দূরত্ব আরও বাড়তে পারে।
মাদকবিরোধী পরামর্শ সভাটি একযোগে সম্প্রচারিত হয় প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে। সভাটি সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা।