প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৯ নভেম্বর ২০২২, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন বিভিন্ন হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসকেরা।

প্রথম আলো ট্রাস্টের ১৬৪তম মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় অংশ নিয়ে এক অভিভাবক বলেন, ‘আমার ছেলে ইয়াবা খায়। দিনে ঘুমায়, প্রায় সারা রাত জেগে থাকে।’ কি করবেন জানতে চান ওই অভিভাববকা। চিকিৎসকেরা পরামর্শ দেন, ওই তরুণের পরিপূর্ণ চিকিৎসা দরকার।

মনোরোগ বিশেষজ্ঞরা আরও বলেন, ‘যেকোনো মানসিক রোগ শারীরিক রোগের মতো। পরিবারের কেউ আসক্ত হলে মা-বাবা তার সঙ্গে খারাপ আচরণ করে। তাকে দোষারোপ করে। তা না করে প্রিয়জনের সঙ্গে মিশে যেতে হবে, তাদের দোষ ধরা যাবে না।’