‘মাদকাসক্তি ও প্রযুক্তি আসক্তির মধ্যে একটা সম্পর্ক রয়েছে’

মাদককে ‘না’ বলুন।

প্রথম আলো ট্রাস্টের আয়োজনে ২৯ অক্টোবর ২০২৩ তারিখ ১৬৭ তম মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। অনলাইন এই আয়োজনে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের বিভাগী প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান খান ‘স্মার্টফোনে আসক্তি মাদকাসক্তির ঝুঁকি বাড়ায়?’ বিষয়ে আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

মনোচিকিৎসক জিল্লুর রহমান খান।

মাদকাসক্তি ও প্রযুক্তি আসক্তির মধ্যে সম্পর্ক প্রসঙ্গে মনোচিকিৎসক জিল্লুর রহমান খান বলেন, ‘যেকোনো ব্যক্তির দৈনন্দিন জীবন-যাপনে একটি রুটিন থাকে। যেমন একজন পেশাজীবীকে ঠিক সময়ে অফিস যেতে হয় কিংবা একজন শিক্ষার্থীকে সময় মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে আসা যাওয়া করতে হয়। স্মার্টফোনে আসক্ত ব্যক্তির ক্ষেত্রে জীবন–যাপনের প্রত্যাহিক রুটিনে ব্যাঘাত ঘটে। তেমনিভাবে একজন মাদকাসক্ত ব্যক্তিরও দৈনন্দিন জীবনে কোন রুটিন থাকে না। কাজে মনোযোগী হয় না। শারীরীক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এই দিকে থেকে দেখলে মাদকাসক্তি ও প্রযুক্তি আসক্তির মধ্যে একটা সম্পর্ক রয়েছে।’