বাংলাদেশের বহু শিশু এখন মাদকাসক্ত। সমাজের সব শ্রেণীর শিশু এই ভয়াল নেশার ফাঁদে আটকা পড়েছে। এটি থেকে তারা বের হতে পারছে না। এ ব্যাপারে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা কথা বলেছেন বিশিষ্ট মনোরোগ চিকিৎসক ও মাদকাসক্তি চিকিৎসা বিশেষজ্ঞ মোহিত কামাল। সাক্ষাৎকারটি প্রকাশ হয় ২০১৭ সালের ১২ জুলাই। সাক্ষাৎকার নিয়েছেন মুসলিমা জাহান। উক্ত সাক্ষাৎকার থেকে শিশুর মাদকাসক্তি বিষয়ে একটি প্রশ্ন ও উত্তর তুলে ধরা হলো।
প্রশ্ন: অভিযোগ আছে যে, ইংরেজি মাধ্যমের ছেলেমেয়েরা বেশি মাদক নেয়। এমনকি অনেকে এজেন্ট হিসেবে কাজ করে। এটা কি ঠিক?
এর উত্তরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, ‘এটা ঠিক নয়। সব শ্রেণির ছেলেমেয়েরাই মাদক নেয়। তবে দামি মাদকের ক্রেতা মূলত ইংরেজি মাধ্যমের স্কুলের শিক্ষার্থীরা। যেখানে বড় লোকের ছেলেমেয়েরা আছে, সেখানে মাদকের ব্যবসায়ীরা ফাঁদ পাতছেন। কারণ, ব্যবসায়ীরা জানেন, কোথায় তাঁরা ব্যবসাটা করতে পারবেন। পাঁচটি বিক্রি করে দুটো ফ্রি দিয়ে শিশুদের এজেন্ট বানিয়ে ফেলেন। যখন ক্লাসে একজনের কাছে ইয়াবা থাকে, পাশের মেয়েটাও ঝুঁকিতে থাকে। তাই, সচেতনতাই পারে সমুহ বিপদ থেকেে দূরে রাখতে।’