দুই হাত তুলে মাদককে ‘না’ বলার অঙ্গীকার করেন শিক্ষার্থীরা

পরামর্শ শেষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দুই হাত তুলে মাদককে ‘না’ বলার অঙ্গীকার করেন।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শহীদুল্লাহ তালুকদার বলেন, মানসিক শক্তি বা মনোবল অর্জন করতে পারলেই মাদক ছাড়া সম্ভব। একবার মাদকাসক্ত হলে তা থেকে বেরিয়ে আসা একটু কঠিন। তাই চলাফেরার ক্ষেত্রে অবশ্যই ভালো বন্ধু নির্বাচন করতে হবে।

উদ্বোধনী পর্বের পর শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতন করার পাশাপাশি মানসিক-সমস্যাজনিত নানা বিষয়ে পরামর্শ দেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান আর কে এস রয়েল ও চিকিৎসা কর্মকর্তা রেজওয়ানা হাবীবা এবং নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান মো. আব্দুল্লাহ ছায়ীদ।

পরামর্শ শেষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা দুই হাত তুলে মাদককে ‘না’ বলার অঙ্গীকার করেন।