‘মাদকাসক্তির মাধ্যমে রাসায়নিক দ্রব্যের প্রতি আসক্তি তৈরি হয়’
গত ১৫ জুন ২০২৩, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় মাদকাসক্তি ও প্রযুক্তি আসক্তি নিয়ে আলোচনা হয়। সভার আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আহমেদ হেলাল ‘মাদকাসক্তি এবং প্রযুক্তি আসক্তি – দুটোই কী এক’ এই বিষয়ে আলোচনা করেন।
মাদকাসক্তি ও প্রযুক্তি আসক্তি দুটোই কী এক এ প্রসঙ্গে ডা. আহমেদ হেলাল বলেন, আসক্তির বিচারে মাদকাসক্তি ও প্রযুক্তি আসক্তি মস্তিষ্কে সামানভাবে কাজ করে। একই প্রক্রিয়ায় আসক্তিটা তৈরি হয়। তবে দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। মাদকাসক্তি মূলত কেমিকেল নির্ভর আসক্তি। মাদকাসক্তির মাধ্যমে রাসায়নিক দ্রব্যের প্রতি আসক্তি তৈরি হয়। এটি আমাদের চিন্তা ও আচরণকে প্রভাবিত করে।
প্রযুক্তি আসক্তির ক্ষেত্রে মস্তিষ্কে রাসায়নিক বস্তুর উপস্থিতি থাকে না কিন্তু এটিও মাদকাসক্তির মতো আমাদের চিন্তা, আবেগ ও আচরণকে প্রভাবিত করে। আসক্তির দিক থেকে চিন্তা করলে মাদকাসক্তি ও প্রযুক্তি আসক্তি দুটোই এক। মাদকাসক্তি আমাদের মস্তিষ্কে কিছু রাসায়নিক পদার্থের পরিমান বাড়ায়,কমায় বা পরিবর্তন করে; মস্তিষ্ককে উদীপ্ত করে, এর ফলে বারবার একজন মানুষ মাদক গ্রহণ করে।