‘সামাজিক বন্ধনের চর্চা বাড়াতে হবে’

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২১ জানুয়ারি ২০২৩, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন বিভিন্ন হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসকেরা। উক্ত পরামর্শ সভায় আসা নানা প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১৭৮।

সভার অন্যতম আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান পরামর্শ দিচ্ছেন।
ছবি: প্রথম আলো।

প্রশ্ন: ইন্টারনেটে আসক্তি কারণে তারুণ্যের অপরিমেয় শক্তি কি ধ্বংস হচ্ছে?

উত্তর: সভার অন্যতম আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান বলেন, ‘সোশ্যাল মিডিয়া আমাদের খুব বেশি প্রয়োজন নেই। আমাদের এখানে সামাজিক বন্ধনের ঐতিহ্য রয়েছে। এর চর্চা বাড়াতে হবে। আমরা কখনো প্রযুক্তির দাস হতে পারি না। আমরা মানবিকতার জয়গান গাইব।’