শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে মানসিক স্বাস্থ্যের সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ। তাদের মানসিক স্বাস্থ্য দেখভালের দায়িত্ব নিতে হবে পরিবারকে। ছাত্রছাত্রীদের ভালো লাগা, মন্দ লাগা, আবেগ, অনুভূতির সঙ্গে শিক্ষকেরা সরাসরি সম্পৃক্ত। তাই শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। গত ১৯ মার্চ ২০২৩ রাজধানীর ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সভায় আলোচকেরা এসব কথা বলেন।ঘণ্টাব্যাপী চলা পরামর্শ সভায় মানসিক স্বাস্থ্যের নানা দিক নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও মনোরোগবিশেষজ্ঞরা মুক্ত আলোচনায় অংশ নেন।প্রতিষ্ঠানের শিক্ষকেরা আলোচনায় অংশ নিয়ে বলেন, করোনায় দীর্ঘ বিরতির কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় অনীহা, পঠিত বিষয় বুঝতে না পারা ও মুঠোফোন আসক্তির মতো সমস্যায় পড়ছে। এ সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে পরামর্শ সভা আয়োজন করা প্রয়োজন।
পরামর্শ সভার আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ফাতিমা মারিয়া খান, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাগ্ময়ী দত্ত, উপাধ্যক্ষ রইস উদ্দিন আহমেদ ও জ্যেষ্ঠ প্রভাষক সাইদুল হাসান অংশ নেন।