প্রশ্ন: একজন লোক মাদক বা মদ্য পান করলে তাঁর বেঁচে থাকার সর্বোচ্চ বয়স কত হবে?
উত্তর: এভাবে সুনির্দিষ্ট করে বের করা কঠিন। বিভিন্ন গবেষণায় বিভিন্ন ফলাফল দেখা গেছে। যেমন স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে নিয়মিত মদপান করলে তাদের গড় বয়স দেশের সাধারণ মানুষের গড় বয়সের চেয়ে ২৪ থেকে ২৮ বছর কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বের করেছে পৃথিবীতে মদপানের কারণে প্রতিবছর ১৩ কোটি ৪০ লাখ বছর মানুষের জীবন থেকে নষ্ট হয়। এটা বের করা হয় গড় আয়ু থেকে কত কম বাঁচল এবং অসুস্থতার কারণে কত কর্মঘণ্টা নষ্ট হল তার যোগফল থেকে। আর সামগ্রিকভাবে মাদকের কারণে মৃত্যুঝুঁকি বেড়েছে সুইডেনে ১২ গুণ, ইতালিতে ১৭.৩ গুণ, ফিনল্যান্ডে ৮.৯ গুণ। সুতরাং স্বাভাবিক বেঁচে থাকার আয়ু উল্লেখযোগ্যভাবে কমে যায় মাদক গ্রহণ করলে।