‘শুধু দেহ নয়, মননশীলতা, মমতা, ভালোবাসা—মাদক সব শেষ করে দেয়’

বাংলাদেশের বহু শিশু এখন মাদকাসক্ত। সমাজের সব শ্রেণীর শিশু এই ভয়াল নেশার ফাঁদে আটকা পড়েছে। এটি থেকে তারা বের হতে পারছে না। এ ব্যাপারে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা কথা বলেছেন বিশিষ্ট মনোরোগ চিকিৎসক ও মাদকাসক্তি চিকিৎসা বিশেষজ্ঞ মোহিত কামাল। সাক্ষাৎকারটি প্রকাশ হয় ২০১৭ সালের ১২ জুলাই। সাক্ষাৎকার নিয়েছেন মুসলিমা জাহান। উক্ত সাক্ষাৎকার থেকে  শিশুর মাদকাসক্তি বিষয়ে একটি প্রশ্ন ও উত্তর তুলে ধরা হলো।

মাদককে ‘না’ বলুন

প্রশ্ন: শিশু-কিশোরদের মাদকের ফাঁদে জড়ানোর কারণ কী?

মোহিত কামাল: এর মূল কারণ মাদকদ্রব্যের সহজলভ্যতা। ২০ থেকে ৩০ টাকায়ও মাদক মেলে যেকোনো জায়গায়। যারা মাদকের ব্যবসার সঙ্গে জড়িত, যারা মাদকের এজেন্ট হিসেবে কাজ করে, তারা শিশু-কিশোরদের বিভিন্ন কৌশলে প্রলুব্ধ করে। কৌতূহলী হয়েও শিশুরা মাদক নেয়। শুরুতে তারা বলে, নেশা করব না, শুধু একটু খেয়ে দেখি। কিন্তু তাদের শরীরেও রাসায়নিক ঢুকে যাচ্ছে, যা নিজস্ব গুণাগুণ অনুযায়ী কাজ করে, যার একটা প্রভাব আছে। তখন সে একটা গোলকধাঁধায় পড়ে যায়। সেখান থেকে আর বের হতে পারে না। সে পড়ালেখায় অমনোযোগী হয়ে যায়, স্বাভাবিক জীবন হারিয়ে ফেলে। কিডনি নষ্ট হয়ে যাওয়াসহ নানা ধরনের শারীরিক ক্ষতি হয়। শুধু দেহ নয়, মননশীলতা, চিন্তাভাবনা, মমতা, ভালোবাসা—সব শেষ হয়ে যায়। মাদকসেবীরা অপরাধপ্রবণ হয়ে ওঠে। পথশিশুরা রাস্তায় বড় হয়। তাদের বিনোদনের কিছু নেই। মাদকই তাদের বিনোদন। মাদকের বিনিময়ে অপরাধী চক্র তাদের কাজে লাগায়। ভয়ংকর অস্ত্র তুলে দেয় তাদের হাতে। এভাবে একসময় তারা সমাজের জন্য হুমকি হয়ে ওঠে।