প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভায় (বাঁ থেকে) ডা. ফারজানা রহমান, ডা. মোহিত কামাল, ডা. সরদার আতিক ও ডা. রাহেনুল ইসলাম। রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে।

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের নিয়মিত কার্যক্রম মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা গত ২০ মে ২০২৩ ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ট্রাস্ট আয়োজিত ১৬৮তম সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানসিক স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্নে উত্তর দেন বিজ্ঞ আলোচকেরা।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘সন্তানদের ডায়েরি লেখার অভ্যাস করাতে পারেন। গান-আবৃত্তি শোনা কিংবা শেখানোর সঙ্গে যুক্ত করতে পারেন। সন্তানদের মানসিক বিকাশে ভালো সিনেমা দেখাতে পারেন। বই পড়ায় অভ্যস্ত করতে পারেন।’