আসুন মাদকমুক্ত থাকি
ফ্যামিলি সাপোর্ট গ্রুপ কীভাবে কাজ করে?
দীর্ঘদিন মাদকবিরোধী নানা কর্মসূচি, মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভায় চিকিৎসক ও মনোবিজ্ঞানীদের পরামর্শ ও পর্যবেক্ষণ অনুসরণে লিখেছেন আশফাকুজ্জামান।
ফ্যামিলি সাপোর্ট গ্রুপ একে অপরকে মানসিক স্থিরতা, প্রশান্তি ও সুস্থতা আনতে সাহায্য করে। এ গ্রুপের আওতায় পারিবারিক সভা অনুষ্ঠিত হয়। অনেক ক্ষেত্রে মাদকাসক্ত ব্যক্তির ভীষণ খারাপ আচরণে অভিভাবকেরা চরম হতাশায় ভোগেন। তাঁরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। জীবন অনেক যন্ত্রণাময় হয়ে ওঠে। তখন তাঁদের অন্যের সহযোগিতা প্রয়োজন হয়। এ ক্ষেত্রে ফ্যমিলি সাপোর্ট গ্রুপ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। তাঁরা একে অন্যের ঘটনাগুলো শোনেন। কীভাবে এ সমস্যা সমাধান করা যায়, সেটা আলোচনা করেন। আমরা দেখি কোনো কোনো ক্ষেত্রে পরিবারগুলো প্রথম দিকে সমস্যার কথা স্বীকার করে না। পারিবারিক সভায় আসতে চায় না। কিন্তু অনেক পরিবার প্রতিকূলতা সত্ত্বেও সাহস করে সভায় আসে। তখন তাঁরা অন্যের সমস্যা থেকে নিজের সমস্যা পার্থক্য করতে পারেন না। খোলা মনে নিজেদের কষ্ট ও যন্ত্রণার কথা একে অপরকে বলেন।