মাদকবিরোধী পরামর্শ সভা
‘সন্তানদের বিচার করার পূর্বে তাদের কষ্টের কথাগুলো প্রথমে শুনতে হবে’
প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২৯ জানুয়ারি ২০২৪, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন (১৬৯ তম) মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান ‘প্রযুক্তি আসক্তি ও মাদকাসক্তি: সমাধানের উপায় কী’ এই বিষয়ের ওপর আলোচনা করেন। পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।
কিশোর–কিশোরীদের মাদক কিংবা প্রযুক্তিতে আসক্তির সম্ভবনা সব থেকে বেশি থাকে উল্লেখ করে ডা. ফারজানা রহমান বলেন, কিশোর–কিশোরীরা কোন কিছুতে আসক্ত হয়ে পড়লে বিষয়টি কাউকে শেয়ার করতে চায় না। চিকিৎসক হিসেবে আমার অভিজ্ঞতা হচ্ছে আমাদের সন্তানেরা যদি তাদের না বলা কথাগুলো আমাদেরকে সহজে বলতে পারতেন তাহলে অনেক সংকট থেকে আমরা মুক্তি পেতাম। আমাদের অভিভাবকদের বলবো সন্তানদের বিচার করার পূর্বে তাদের কষ্টের কথাগুলো প্রথমে শুনতে হবে। সন্তানদের যে কোন সংকটের সময় অভিভাবকদের পাশে দাঁড়াতে হবে। তরুণ–তরুণীরা যদি তাদের সংকটের কথাগুলো প্রাথমিক পর্যায়ে অভিভাবকদের বলে কিংবা স্কুল–কলেজের কাউন্সিলর অথবা আপনজন কারও সঙ্গে শেয়ার করে তাহলে সংকট থেকে সহজেই মুক্তি মিলবে।