প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ২১ আগস্ট প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক ‘মাদকাসক্তি কিশোর–কিশোরীদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।
পরামর্শ সভায় কিশোর–কিশোরীদের মানসিক গঠন প্রসঙ্গে ডা. সরদার আতিক বলেন, ‘শিশু–কিশোরদের বয়সকে আমরা সাধারণত তিনটি পর্বে—প্রাথমিক পর্ব (১১ থেকে ১৪ বছর), মধ্যম পর্ব (১৫ থেকে ১৭ বছর), পূর্ণ পর্ব (১৮ থেকে ২১ বছর) ভাগ করে থাকি। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শিশুর বয়স কাঠামোকে ১৮ বছরের নিচে ধরা হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশু–কিশোরদের মানসিক গঠনের পরিবর্তনটা সবার চোখে ধরা পড়ে। কিশোর বয়সে এসে সন্তানেরা পরিবার থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই সময়ে তার নতুন বন্ধু তৈরি হয়। পরিবারের বাইরে তার মত প্রকাশের জায়গা গড়ে ওঠে। এই পরিবর্তনটা স্বাভাবিক।’