দুই হাত তুলে শপথ নেয় শিক্ষার্থীরা

গত ২০ অক্টোবর ২০২২ তারিখে রাজশাহী কলেজিয়েট স্কুলের মিলনায়তনে মাদকবিরোধী সভা হয়।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২০ অক্টোবর ২০২২ তারিখ রাজশাহী কলেজিয়েট স্কুলের মিলনায়তনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ দেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক তানজির আহম্মদ ও বরেন্দ্র মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল আলম।

মাদকবিরোধী পরামর্শ সভায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী অর্ক অর্ণব জানতে চায়, পান–সুপারি মাদকের মধ্যে পড়ে কি না। একই শ্রেণির শিক্ষার্থী তৌকিত আহমদ জানাতে চায়, মুঠোফোনে আসক্তি মাদকের মতোই ক্ষতিকর কি না। আবরার শাহরিয়ার জানতে চায়, মন জিনিসটা কী? মুখে কথা বললে বাগ্‌যন্ত্রের ব্যবহার হয়, মনে মনে কথা বললে কোনো বাগ্‌যন্ত্রের ব্যবহার হয় কি না। মঞ্চের দুই বিশেষজ্ঞ পরামর্শক শিক্ষার্থীদের সব কৌতূহল মিটিয়ে তাদের কাছ থেকে মাদক, মিথ্যা, মনখারাপ ও না বুঝে মুখস্থকে না বলার শপথ আদায় করে নেন। তারা দুই হাত তুলে এ শপথ নেয়।