হাত খরচ হিসেবে অতিরিক্ত টাকা সন্তানকে না দেওয়াই ভালো
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ১৪ মার্চ ২০২৩ তারিখে রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় মানসিক স্বাস্থ্যবিষয়কসভায় পরামর্শ দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন, রংপুর মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের চিকিৎসক রঞ্জন কুমার সেন।
মাদকদ্রব্যের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশে আলী আসলাম হোসেন বলেন, পরীক্ষায় ভালো ফল হয়নি কিংবা প্রেমের ব্যর্থতা থেকেও মাদকের প্রতি আসক্তি তৈরি হতে পারে। প্রথম প্রথম এটা মানসিক বিষয় থাকে। ধীরে ধীরে চাহিদা বাড়তে থাকে। একসময় প্রচণ্ড হতাশা থেকে মাদকাসক্ত হয়ে পড়ে। এ অবস্থায় অভিভাবকদের বড় ভূমিকা রাখতে হবে। হাত খরচ হিসাবে অতিরিক্ত টাকা সন্তানকে না দেওয়াই ভালো। সন্তান কোথায় যায়, কী করে তার খবর রাখতে হবে। ভালোবাসা ও সুচিকিৎসার মাধ্যমে যে কাউকে মাদক থেকে মুক্ত করা সম্ভব। আলোচনার পাশাপাশি তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।