মাদক নিলে কী অসুখ হয়

প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভায় শিক্ষার্থীরা হাত তুলে মাদককে ‘না’ বলে। গতকাল চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুল মাঠে
ছবি: জুয়েল শীল

‘সিগারেট ছাড়ার উপায় কী’ কিংবা ‘মাদক নিলে কী অসুখ হয়’, এমন সব প্রশ্ন ছিল খুদে শিক্ষার্থীদের। চিকিৎসকও প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন সাবলীলভাবে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মাদকবিরোধী সভায় এসব প্রশ্ন করে চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতন করতে অনুষ্ঠিত এ আয়োজনে সহযোগিতা করে চট্টগ্রাম বন্ধুসভা। বেলা ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শুরু হয় সভা। এতে প্রভাতি শাখার প্রায় ১৫০ শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এ এস এম রিদওয়ান। আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও বিদ্যালয়ের প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা।

শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ এস এম রিদওয়ান বলেন, একেক ধরনের মাদকের একেক ধরনের ক্ষতিকর দিক রয়েছে। তাই মাদকের চাহিদা কমানোর জন্য সবার সচেতনতার কোনো বিকল্প নেই।

বিদ্যালয়ের দিবা শাখার শিক্ষার্থীদের নিয়ে ছিল দ্বিতীয় পর্বের আয়োজন। এ পর্বে বিদ্যালয় মাঠের প্রাত্যহিক সমাবেশে প্রায় ৬০০ শিক্ষার্থীকে মাদক থেকে দূরে থাকার শপথ পড়ানো হয়।