‘দুষ্টচক্র থেকে বের হতে পারে না অনেকে’

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ০৯ আগস্ট ২০২২ তারিখ বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। এই সভা ছিল সবার জন্য উন্মুক্ত। বিভিন্ন শ্রেণি–পেশার নারী–পুরুষ এতে উপস্থিত ছিলেন। তাঁরা অতিথিদের কাছে মাদক ও বিভিন্ন আসক্তি সম্পর্কে জানতে চান। উক্ত পরামর্শ সভায় আসা নানা প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১০৯।

গত ০৯ আগস্ট ২০২২ তারিখ বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। সবাই দুহাত তুলে মাদককে ‘না’ বলেন।

‘মাদক নিয়ে আলোচনা হোক’ শিরোনামে প্রথম আলো ট্রাস্ট এই সভার আয়োজন করে। মূলত ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সভার আয়োজন করা হয়। আয়োজনের সহযোগী হিসেবে ছিল চট্টগ্রাম বন্ধুসভা।

সভায় চিকিৎসক এ এস এম রিদোয়ান বলেন, মাদকের শুরু সিগারেট দিয়ে। হতাশা থেকে মাদক নেয়। এরপর মাদক খারাপ জেনেও সে আর দুষ্টচক্র থেকে বের হতে পারে না।

বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘সচেতনতার মাধ্যমে মাদকাসক্তি একদিন শূন্যের কোঠায় আসবে—এমন প্রত্যাশা আমাদের।’

বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধ করতে হলে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়াতে হবে। মাদক থেকে বন্ধু–স্বজনকে বের করে আনার চেষ্টা করতে হবে। তাহলে আস্তে আস্তে ব্যবহার কমে আসবে।