প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সভার আওতায় ২০২৩ সালের ৩ জানুয়ারি রাজধানীর বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়। সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল। উক্ত সভায় আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের নিয়মিত কার্যক্রম পরামর্শ সহায়তা পরামর্শক বলেন, ‘ অনেক সময় দেখা যায়, পরীক্ষার ফল খারাপ হয়েছে সেজন্য মন খারাপ। কিংবা পারিবারিক অশান্তি থেকে মুক্তি মিলছে না। এ রকম নানা কারণে অনেক শিক্ষার্থী নিঃসঙ্গতা, হতাশায় ভোগে থাকেন।এই হতাশা থেকে সে নানান রকম খারপ কাজে লিপ্ত হয়ে যায়। এই অসহায়ত্বের সুযোগে একদল সুযোগসন্ধানী সম্ভাবনাময় যুবসমাজের হাতে তুলে দিচ্ছে মাদক। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। পরিবারের মানুষকে পাশে থাকতে হবে, সতর্ক হতে হবে।’