‘পরিবারের সঙ্গে বেশি করে সময় কাটাতে হবে’

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু উপস্থিত শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলে শপথ করান।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২২ জানুয়ারি ২০২৩, দুপুরে ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান এম এ এস পাঠান।

সভার শুরুতে প্রিমিয়ার আইডিয়াল উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু শিক্ষার্থীদের উদ্দেশে মাদকরিবোধী বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কেউ যেন কোনো অবস্থাতে কোনো দিন মাদক স্পর্শ না করে। এ সময় মেয়র উপস্থিত শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলে শপথ করান।

মাদক থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ দিয়ে মনোরোগবিদ এম এ এস পাঠান বলেন, প্রত্যেককে পরিবারের সঙ্গে বেশি বেশি করে সময় কাটাতে হবে। পারিবারিক বন্ধন দৃঢ় হলে মাদকাসক্ত হওয়ার ঝুঁকি কমে। ধর্মীয় বিধান মেনে চলতে হবে। এ ছাড়া অপ্রয়োজনে মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহার না করার পরামর্শ দেন তিনি।