‘মাদকাসক্ত ব্যক্তির মস্তিষ্ক ও শ্বাসযন্ত্রের কার্যক্ষমতা দিন দিন কমতে থাকে’

মাদকবিরোধী পরামর্শ সভায় রয়েল মিডিয়া কলেজের শিক্ষার্থীরা দুই হাত তুলে ‘মাদককে না’ বলার শপথ নেন।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ময়মনসিংহ নগরের রয়েল মিডিয়া কলেজে গত ০৯ মে ২০২৩ তারিখে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপরিচালক মো. খোরশেদ আলম ও পরিদর্শক মো. কবীরুল হাসান। পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো

পরামর্শ সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের পরিদর্শক মো. কবীরুল হাসান বলেন, ‘বাংলাদেশের তরুণসমাজের একটি বিরাট অংশ মাদকাসক্ত। দিনদিন যুবসমাজের মাদকের প্রতি আসক্ত হওয়ার প্রবণতা বেড়েই চলেছে। মাদকাসক্তির ফলে মানুষের শারীরিক ও মানসিক উভয়প্রকার ক্ষতিসাধন হয়। একজন মাদকাসক্ত ব্যক্তির মস্তিষ্ক ও শ্বাসযন্ত্রের কার্যক্ষমতা দিন দিন কমতে থাকে। মাদক থেকে দেশের যুব সমাজকে বাঁচাতে হলে গড়ে তুলতে হবে পারিবারিক ও সামাজিক সচেতনতা। শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী পরামর্শ সভা নিয়মিত আয়োজন করা প্রয়োজন। পরামর্শ সভার মাধ্যমে শিক্ষার্থীরা মাদকের কুফল সম্পর্কে সঠিকভাবে জানতে পারবে।’