বাংলাদেশের বহু শিশু এখন মাদকাসক্ত। সমাজের সব শ্রেণীর শিশু এই ভয়াল নেশার ফাঁদে আটকা পড়েছে। এটি থেকে তারা বের হতে পারছে না। এ ব্যাপারে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা কথা বলেছেন বিশিষ্ট মনোরোগ চিকিৎসক ও মাদকাসক্তি চিকিৎসা বিশেষজ্ঞ মোহিত কামাল। সাক্ষাৎকারটি প্রকাশ হয় ২০১৭ সালের ১২ জুলাই। সাক্ষাৎকার নিয়েছেন মুসলিমা জাহান। উক্ত সাক্ষাৎকার থেকে শিশুর মাদকাসক্তি বিষয়ে একটি প্রশ্ন ও উত্তর তুলে ধরা হলো।
প্রশ্ন: মাদক নির্মূলে কি করা উচিত, আপনি কী বলতে চান?
মোহিত কামাল: মাদক নির্মূলে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে অভিভাবকদের। যাদের অভিভাবক নেই, তাদের সহায়তায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। শিক্ষকেরাও বিদ্যালয়ের শিশুদের নৈতিক মূল্যবোধ তৈরিতে ভূমিকা রাখতে পারেন। নৈতিক মূল্যবোধ ও সচেতনতার সমন্বয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।