প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৬ জুন ২০২৫ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয় অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা। সভার আলোচক ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক (সাইকিয়াট্রি) ডা. মোহাম্মদ জোবায়ের মিয়া এবং সিটি হাসপাতাল লিমিটেডের সিনিয়র সাইকোথেরাপিস্ট ও কনসালট্যান্ট মাহমুদা মুহসিনা বুশরা। সন্তানকে মাদকমুক্ত করতে পরিবারের ভূমিকা কেমন হওয়া উচিত?—এই বিষয়ের ওপর আলোচনা করেন তাঁরা। উক্ত সভার আলোচনা থেকে একটি প্রশ্ন ও তার উত্তর তুলে ধরা হলো।
কখন থেকে সন্তানকে পারিবারিক মূল্যবোধের শিক্ষা দেওয়া শুরু করা উচিত? এমন প্রশ্নের উত্তরে ডা. মোহাম্মদ জোবায়ের মিয়া বলেন, ‘ফ্যামিলি ডাইনামিক্সটা আমাদের খুবই দরকার। শেখার আসলে কোনো শেষ নেই। আমরা যদি সন্তানদের ছেড়ে দিই বা পর্যাপ্ত সময় না দেই তাহলে সে আসলে অনেক কিছুই শিখবে না। যেমন, আমরা যখন এক সঙ্গে বসে খাবার খাব তখন তখন টেবিল ম্যানারটাও শেখাতে হবে। পারিবারিক মূল্যবোধ পরিবারের মানুষজনের কাছ থেকেই সন্তানের শিখে থাকে। তাই পারিবারিক নানা কাজে সন্তানকে সম্পৃক্ত করা উচিত। এ ক্ষেত্রে সন্তানের সঙ্গে আচরণ এমন হওয়া দরকার যেন তারা খুব সহজেই আমাদের তাদের মনের কথা শেয়ার করতে পারে। এই বিষয়গুলোর চর্চা আসলে ছোটবেলা থেকেই হতে হবে। জাজমেন্টাল না হয়ে সময় নিয়ে তাদের কথা শুনতে হবে। অন্যদের সঙ্গে তুলনা করা যাবে না। তাদের কথা বা মতামতকে গুরুত্ব না দিলে সে আস্তে আস্তে পরিবার থেকে দূরে সরে যাবে তাহলে দেখবেন তার গোপনীয় যে বিষয়গুলি বা কষ্টের বিষয়গুলি আছে, সেগুলো শেয়ার করবে।