‘পারিবারিক বন্ধন দৃঢ় হলে মাদকাসক্ত হওয়ার ঝুঁকি কমে’

ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল উচ্চবিদ্যালয়ে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২২ জানুয়ারি ২০২৩, দুপুরে ময়মনসিংহের প্রিমিয়ার আইডিয়াল উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান এম এ এস পাঠান।

পরামর্শ সভায় পারিবারিক বন্ধনের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন,  ‘প্রত্যেককে পরিবারের সঙ্গে বেশি বেশি করে সময় কাটাতে হবে। পারিবারিক বন্ধন দৃঢ় হলে মাদকাসক্ত হওয়ার ঝুঁকি কমে। ধর্মীয় বিধান মেনে চলতে হবে।’ এ ছাড়া অপ্রয়োজনে মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহার না করার পরামর্শ দেন তিনি।