‘প্রযুক্তি আসক্তির ফলে মূল্যবান সময় নষ্ট হয়’

প্রথম আলো ট্রাস্টের ‘মাদকবিরোধী পরামর্শ সহায়তা’ অনুষ্ঠানে ডা. ফারজানা রহমান ও ডা. সরদার আতিক। ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ১৮ ফেব্রুয়ারি ২০২৩, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সরদার ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ফারজানা রহমান।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সরদার আতিক পরামর্শ সভায় অংশ নিয়ে বলেন, ‘কেউ মাদকে, কেউ আবার প্রযুক্তি কিংবা যন্ত্রে (ডিভাইসে) আসক্ত। আপনজন-বন্ধুবান্ধব পাশে থাকলেও অনেকে মুঠোফোনে ব্যস্ত থাকেন।’ তিনি বলেন, ‘আপাতদৃষ্টে তাতে মদ, গাঁজা, ইয়াবা কিংবা হেরোইন কেনার মতো ক্ষতিকর কিছু হয় না। প্রযুক্তি আসক্তির ফলে মূল্যবান সময় নষ্ট হয়। প্রযুক্তি আসক্তিতে অপ্রয়োজনীয় কাজে মস্তিষ্ক ব্যবহৃত হয়। এটা প্রযুক্তির প্রতি আসক্তির তথা নেশার খারাপ দিক।’