‘আপনজন-বন্ধুবান্ধব পাশে থাকলেও অনেকে মুঠোফোনে ব্যস্ত থাকেন’

প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভায় মনোরোগ চিকিৎসকেরা।

প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক। ১৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত সভার আলোচনা থেকে নিন্মোক্ত পরামর্শটি তুলে ধরা হলো।

উক্ত সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক বলেন, ‘কেউ মাদকে, কেউ আবার প্রযুক্তি কিংবা যন্ত্রে (ডিভাইসে) আসক্ত। আপনজন-বন্ধুবান্ধব পাশে থাকলেও অনেকে মুঠোফোনে ব্যস্ত থাকেন।’ তিনি বলেন, ‘আপাতদৃষ্টিতে  তাতে মদ, গাঁজা, ইয়াবা কিংবা হেরোইন সেবনের মতো ক্ষতিকর কিছু হয় না। প্রযুক্তি আসক্তির ফলে মূল্যবান সময় নষ্ট হয়। প্রযুক্তি আসক্তিতে অপ্রয়োজনীয় কাজে মস্তিষ্ক ব্যবহৃত হয়। প্রযুক্তি আসক্তি মানুষে মানুষে সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো দুর্বল করে দেয়। এটা প্রযুক্তির প্রতি আসক্তির তথা নেশার খারাপ দিক।’