‘সন্তানের আচরণ কতটুকু পরিবর্তন হয়েছে খেয়াল করুন’

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৯ সেপ্টেম্বর ২০২২, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মনোরোগ বিভাগের  সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান নানা প্রশ্নের উত্তর দেন। এ সব প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১৩১।

প্রশ্ন:  প্রিয়জনকে কখন মনোরোগ চিকিৎসকের কাছে নিতে হবে। অভিভাবক হিসেবে কিভাবে বুঝব?

উত্তর: ৯ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত বয়োসন্ধিকাল। এটা নাজুক সময়। এ সময় প্রিয়জন বা আপনার সন্তানের আচরণ কতটুকু পরিবর্তন হয়েছে খেয়াল করতে হবে।  ঘুমের প্যাটার্ন বদলেছে কিনা। বাসায় রাত করে ফিরছে কিনা।  ঘন ঘন মিথ্যা বলছে কিনা। দরজা আটকা রাখছে সারাদিন। ইন্টারনেটে পর্নোগ্রাফি দেখছে কিনা । স্কুলে অনিয়মিত হচ্ছে কিনা । যদি আপনার সন্তানের মধ্যে এসব লক্ষণ দেখা যায় তাহলে চিকিৎসা বা পরামর্শের জন্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগে অথবা দেশের যেকোনো সরকারি মেডিকেল কলেজের মনোরোগ বিভাগে যোগাযোগ করতে পারেন।