আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস
নেতিবাচক ধারণা ও বৈষম্য থামান, মাদক প্রতিরোধ জোরদার করুন
আজ ২৬ জুন, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। বাংলাদেশসহ সারা বিশ্বে পালিত হবে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। এবারের প্রতিপাদ্য ‘সবার আগে মানুষ: নেতিবাচক ধারণা ও বৈষম্য থামান, মাদক প্রতিরোধ জোরদার করুন’।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্টের থাকছে অনলাইন মাদকবিরোধী বিশেষ আয়োজন। অনলাইন এই আয়োজনটি একযোগে প্রচারিত হবে আজ সন্ধ্যা ৮ টায় প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে।
বিশেষ এই আয়োজনে অতিথি হিসেবে থাকবেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মেখলা সরকার, অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ ও সংগীতশিল্পী ইউসুফ আহমেদ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।
মাদকবিরোধী এই আলোচনা অনুষ্ঠানে মনোরোগ চিকিৎসক ও তারকারা মাদকের কুফল ও প্রতিরোধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি চিকিৎসাব্যবস্থা ও মাদকাসক্তের প্রতি সম্মান ও সহানুভূতিশীল আচরণের গুরুত্ব নিয়েও আলোচনা থাকবে। উক্ত আয়োজনে দেখার জন্য আমন্ত্রণ রইল।
উল্লেখ্য, প্রথম আলো ২০০৩ সাল থেকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে কাজ করে আসছে। ২০০৯ সালে প্রথম আলো ট্রাস্ট গঠনের পর ট্রাস্টের মাধ্যমে মাদকবিরোধী আন্দোলন আরও জোরদার করা হয়। মাদকবিরোধী আন্দোলনের কাজগুলো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নিয়মিত এগিয়ে যাচ্ছে।