‘মাদকের বিরুদ্ধে সচেতনতা শুরু করতে হবে পরিবার থেকে’

প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী পরামর্শ সভায় অংশ নেয় রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। রাজশাহী কলেজিয়েট স্কুলের মিলনায়তনে গত ২০ অক্টোবর ২০২২ তারিখে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ দেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক তানজির আহম্মদ ও বরেন্দ্র মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা.শহিদুল আলম। পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো

পরামর্শ সভায় অংশ নিয়ে বরেন্দ্র মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক  ডা. শহিদুল আলম বলেন, ‘আমাদের দেশে মাদক নিয়ে সামাজিকভাবে সচেতনতার যথেষ্ট ঘাটতি রয়েছে। মাদকাসক্তির ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, তবে তা  প্রয়োজনের  তুলনায় অপ্রতুল। মাদকের বিরুদ্ধে সচেতনতা শুরু করতে হবে পরিবার থেকে। মাদকাসক্তদের নিয়ে পারিবারিক বা সামাজিকভাবে লুকোছাপার কোন সুযোগ নেই। প্রিয়জন মাদকাসক্ত হয়ে পড়লে আসক্তির বিষয়টি গোপন করা যাবে না। সন্তান বা পরিবারের সদস্যের আচরণ সন্দেহজনক হলে দ্রুত মনোরোগ চিকিৎসকের কাছে নিয়ে আসতে হবে ও পূর্ণ চিকিৎসা করাতে হবে।