মন খারাপ হলে পরিবারের সদস্যের সঙ্গে ভাগাভাগি করতে হয়

শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচেতন করতে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে পরামর্শ সভা। গত ১৭ অক্টোবর ২০২২ তারিখ ময়মনসিংহ কমার্স কলেজ মিলনায়তনে।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ১৭ অক্টোবর ২০২২ তারিখ ময়মনসিংহ কমার্স কলেজ মিলনায়তনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ দেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান কাওসার আহমদ এবং একই বিভাগের সহকারী অধ্যাপক পলাশ রায়। কমার্স কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ৩০০ শিক্ষার্থী এ সভায় উপস্থিত ছিল।

উক্ত পরামর্শ সভায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক পলাশ রায় বলেন, পরীক্ষার রেজাল্ট ভালো না হওয়া বা অন্য কোনো কারণে মন খারাপ হলে কখনো একা থাকতে নেই। মন খারাপের কারণ বন্ধু বা পরিবারের সদস্যের সঙ্গে ভাগাভাগি করতে হয়। পরামর্শ করলে সমাধান করা সহজ হয়ে যায়। সমাধান সহজ হলে মন ভালো থাকে। তারপরও যদি ১৫ দিনের মধ্যে মন খারাপের অবস্থা ঠিক না হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হয়।